ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে (Bhawanipur By-Poll) অন্তিম লগ্নের প্রচারে তুমুল উত্তেজনা। দিলীপ ঘোষের (Dilip Ghosh) মিছিলে মাথা ফাটল বিজেপি সমর্থকের। বিষয়টি নিয়ে কমিশনে যেতে চান তিনি।
সোমবার যদুবাবুর বাজারে দিলীপ ঘোষের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। ধাক্কাধাক্কি হয় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। এই ধস্তাধস্তির মধ্যেই পড়ে গিয়ে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। দিলীপ ঘোষের প্রচার শুরু হওয়ার পরই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। তারপরই উত্তেজনা বাড়তে থাকে। তৃণমূলের বিক্ষোভের মাঝেই প্রচার চালায় বিজেপির সমর্থকরা। তাতেই ধাক্কাধাক্কি হয়। আহত হয়েছেন এক বিজেপি সমর্থক।
প্রচারের শেষ দিন ভবানীপুরে এসেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এসেছিলেন সাংসদ অর্জুন সিংও। কে ঘিরে গো-ব্যাক স্লোগান দেয় তৃণমূল সমর্থকরা। সকাল সাড়ে এগারোটা নাগাদ ভবানীপুর কেন্দ্রে আসেন দিলীপ ঘোষ। এসেই মমতা ব্যানার্জির 'খেলা হবে' স্লোগান নিয়ে কটাক্ষ করেন তিনি। বলেন, "এক সময় পশ্চিমবঙ্গ খেলার পীঠস্থান ছিল। এখন রাজনীতির খেলা নয়, হত্যার খেলা চলছে।" নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। বললেন, "মমতা ব্যানার্জিকে আমরা একবার নন্দীগ্রামে হারিয়েছি। আরেকবার চেষ্টা করে দেখি।"