ভবানীপুর (Bhawanipur) বিধানসভার উপনির্বাচনের আগের রাতে আত্মহত্যা করেছেন এক বিজেপি কর্মী। এমনই অভিযোগ করলেন পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই কর্মী তাঁর বন্ধু বলে দাবি ফিরহাদের।
West Bengal Bypoll: ভবানীপুরে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রিয়াঙ্কার, বুথ জ্যামের দাবি ওড়াল কমিশন
ফিরহাদের অভিযোগ, যিনি আত্মহত্যা করেছেন, তিনি তাঁর বন্ধু। নাম ইন্দ্রজিৎ সেন। গত বছর তাঁকে ভুল বুঝিয়ে বিজেপি-তে যোগ দেওয়ানো হয়েছিল। পরে ভুল বুঝতে পারলেও লজ্জায় আর ফিরহাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।