ভবানীপুর (Bhawanipur)-সহ রাজ্যে তিনটি কেন্দ্রেই মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত বড় কোনো অশান্তির খবর নেই৷ তার মধ্যেই নির্বাচন কমিশনে (Election Commission) একগুচ্ছ অভিযোগ জানাল বিজেপি। সবচেয়ে বেশি অভিযোগ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের কেন্দ্রেই।
Bhawanipur Bypoll: ভোটকেন্দ্রের ২০ মিটারের মধ্যে তৃণমূলের পতাকা, অভিযোগ ভবানীপুরের বামপ্রার্থীর
এখনও পর্যন্ত মোট ৪১টি অভিযোগ জানিয়েছে বিজেপি। ভবানীপুর নিয়ে অভিযোগ ২৩টি। বুথ জ্যাম, কারচুপি, বিধিভঙ্গের অভিযোগ রয়েছে তার মধ্যে। রয়েছে বেআইনি ভাবে জমায়েতের অভিযোগও।