'বৈষম্য'-র ধারণা আমাদের সিস্টেমের মধ্যে রয়ে গিয়েছে ঘুণপোকার মতো । এর মধ্যে সবথেকে আগে যা আসে, তা হল- লিঙ্গবৈষম্য। তা হল, 'অমুকটি ছেলেদের' আর 'তমুকটি মেয়েদের'- এই পরিচিত স্টিরিওটাইপের অনুশীলন।
গোলাপি(Pink) রং মেয়েদের জন্য । আর ছেলেদের জন্য হল নীল(Blue) রং । কয়েক যুগ ধরে আমাদের সমাজে এই ধারণাই প্রচলিত রয়েছে । তাই ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি, ছেলেদের চুল ছোট । তারা নীল বা কালো রঙের পোশাক পরে ও গাড়ি নিয়ে খেলা করে । সেখানে মেয়েদের চুল হয় লম্বা । তারা পুতুল নিয়ে খেলতে ভালোবাসে আর তাদের পছন্দের রং সবসময় গোলাপী । কিন্তু এই ধারণা বা এই মিথ(Myth) কোথা থেকে এসেছিল জানেন ?
গোলাপী বা নীলের- মিথের জন্ম
১৯৪০-এর দশকে নির্মাতারা(Manufacturers) বুঝতে পারেন, যদি তাঁরা উভয় লিঙ্গের জন্যই আলাদা আলাদা পণ্য বাজারে নিয়ে আসেন, তাহলে ধনী পরিবারগুলি সম্পূর্ণ নতুন পোশাক(Clothes), খেলনা(Toys) এবং অন্যান্য গ্যাজেটের সেট কিনবেন । অর্থাৎ, ব্যবসা বাড়বে। সেখান থেকেই মেয়েদের জন্য গোলাপী এবং ছেলেদের জন্য নীল ধারণার জন্ম হয়েছিল ।
বর্তমানে পুরোটাই লিঙ্গভিত্তিক খেলনার(Gendered Toy) বাজার । আপনি যদি কোনও খেলনার করিডোর অর্থাৎ যেখানে লাইন দিয়ে খেলনার দোকান রয়েছে, সেইসব জায়গায় যান, তাহলে দেখতে পাবেন, মেয়েদের খেলনা বলতে বার্বি ডল(Barbie doll), রান্নাবাটির সেট(Kitchen Set) । আর ছেলেদের খেলনার ক্ষেত্রে দেখা যায় সুপারহিরো(Superhero), গাড়ি ।
কেন ছেলেরা বার্বি নিয়ে খেলতে পারে না আর মেয়েরা গাড়ি নিয়ে খেলতে পারে না ?
এই প্রশ্নটা আসলে খেলনা শিল্পের(Toy Industry) জন্য, যেখানে এই ধরনের দৃষ্টিভঙ্গি আদর্শ হয়ে উঠেছে । একটি শিশুর জন্মের মুহূর্ত থেকে, তার পরিবার লিঙ্গভেদে জামাকাপড়, খেলনা কেনে ।
কিন্তু শিশুরা কি সত্যিই তাদের জন্য লিঙ্গভিত্তিক খেলনা চায় ? ছেলেদের জিনিস আর মেয়ের জিনিস বলে কিছু নেই । খেলনা কখনও লিঙ্গ অনুসারে হতে পারে না । সামাজিক নিয়ম-কানুন শিশুদের উপর না চাপিয়ে, তাদের ইচ্ছা, কোনদিকে তাদের আগ্রহ রয়েছে, সেই বিষয়ে সবসময় খেয়াল রাখা উচিত । তাদের উৎসাহ দেওয়া উচিত । লিঙ্গভিত্তিক খেলনা দীর্ঘদিনের জন্য শিশুদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে ।
গোলাপী-নীলের ধারণা ত্যাগ করুন, লিঙ্গ বৈষম্য দূর করুন
শিশুদের কী খেলা উচিত এবং কী করা উচিত নয়, সে সম্পর্কে আমরা সাধারণত সমাজের নিয়মগুলোকেই মেনে চলি । তবে এবার সময় এসেছে, খেলনার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার ।
সুখবর হল, অনেক দেশই সাধারণ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে এই প্রচলিত অনুশীলন থেকে বেরিয়ে আসতে শুরু করেছে । ক্যালিফোর্নিয়ার(California) বড় ও খুচরো বিক্রেতারা শিশুদের খেলনা এবং অন্যান্য জিনিসে লিঙ্গবৈষম্য দূর করার বিষয়টি নিয়ে চিন্তা করেছেন ।
এছাড়া লেগো(Lego)-সহ অনেক প্রতিষ্ঠান পরিবর্তন আনতে কাজ শুরু করে দিয়েছে । লেগো ঘোষণা করেছে, তারা তাদের খেলনা থেকে লিঙ্গ স্টিরিওটাইপগুলি ভেঙে দিতে শুরু করবে । ২০২২ সালের মধ্যে লেগো(Lego) তার খেলনাগুলিতে লিঙ্গ বৈষম্যের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে । অন্যদিকে, ম্যাটেল নামক একটি সংস্থা, ২০১৯-এ শিশুদের জন্য লিঙ্গ-অন্তর্ভুক্ত পুতুলের একটি লাইন চালু করেছে ।
লিঙ্গ নিরপেক্ষ খেলার স্থান তৈরি করা
সময় বদলাচ্ছে । কিন্তু আমরা কি আমাদের লিঙ্গ বৈষম্যের ভাবনা ছেড়ে দিতে প্রস্তুত? মেয়েদের পড়াশোনা করার অনুমতি দেওয়া এবং ছেলেদের বেকিংয়ের মতো কাজ বেছে নেওয়া ছাড়াও আরও অনেক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার জায়গা রয়েছে । অভিভাবকদের লিঙ্গভেদের চশমা খুলে রেখে, ছোট থেকেই শিশুদের সেভাবে বড় করা উচিত । তাহলে এমন একটি পৃথিবী গড়ে উঠবে, যেখানে ছোট ছোট ছেলেরা রাজকন্যা সাজতে চাইলে, তাকে অন্যভাবে দেখা হবে না ।