উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প বাদ পড়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে জায়গা পেয়েছে রামদেব এবং যোগী আদিত্যনাথের লেখা বই। এই নিয়ে টুইট করলেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তিনি লিখেছেন, 'এই কারণেই পশ্চিমবঙ্গ বিজেপি-কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।'
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে তীব্র কটাক্ষ করে বাংলার শিক্ষামন্ত্রীর মন্তব্য, 'যদি যোগী বা রামদেব রবি ঠাকুরের পরিবর্তে সিলেবাসে আসতে পারেন, তাহলে বুঝতে হবে উত্তরপ্রদেশের শিশুদের ভবিষ্যৎ অন্ধকার।'
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'ছুটি' গল্পের ইংরেজি তর্জমা উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যসূচিতে ছিল। সম্প্রতি সেটা বাদ দেওয়া হয়েছে। পি বি শেলি, আর কে নারায়ণের মতো লেখকদের রচনাও বাদ পড়েছে।