ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) আর ভিকি কৌশলের(Vicky Kaushal) বিয়ের খবরে এখন সরগরম বলিউড(Bollywood) । আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্স ফোর্ট বারোয়ারায় বসছে ‘ভিক্যাট’-এর রাজকীয় বিয়ের আসর । তার আগে মা সুজান টারকোটের সঙ্গে ভিকির মুম্বইয়ের বাড়িতে দেখা গেল ক্যাটরিনাকে ।
এদিন সাদা রাফেল শাড়িতে দারুণ লাগছিল ক্যাটরিনাকে । ভিকি কৌশলের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে পাপারাজ্জিদের উদ্দেশে হাতও নাড়েন ক্যাটরিনা ।
আরও পড়ুন, Vicky-Katrina wedding update : ভিকি-ক্যাটের বিয়েতে অভিনেত্রীর 'বেস্ট ম্যান' হবেন ভাই সেবাস্টিয়েন
ক্যাটরিনার এই সাদা রাফেল শাড়ির দাম ৫৪ হাজার টাকা । নজর কেড়েছে তাঁর পরনের ব্রালেট স্টাইলের রুপোলি ব্লাউজও । কপালে টিপ, কানে ভারী দুল, হাতে ব্রেসলেট- এদিন, এই লুকেই দেখা গেল ক্যাটরিনাকে ।
শোনা যাচ্ছে, সোমবারই রাজস্থানের উদ্দেশে রওনা হবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । ৭ ডিসেম্বর থেকে মেহেন্দি। সেদিন থেকেই শুরু বিয়ের অনুষ্ঠান ।