লাল নীল সবুজ হলুদ নানা রঙ দিয়ে আঁকা হচ্ছে প্রকাণ্ড সব ভাঁড়। দেখতে লক্ষ্মীর ভাঁড়ের মতোই। আসলে দক্ষিণ ২৪ পরগনার বজবজ দিয়েন ঘোষ স্ট্রিটের পুজোর এবারকার থিম লক্ষ্মীর ভাণ্ডার। সদ্য চালু হওয়া রাজ্য সরকারি এই প্রকল্পকে পুজোর থিম করার পেছনে পুজো উদ্যোক্তাদের ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি একরাশ কৃতজ্ঞতা।
৪৮ বছরে পা দিল বজবজের এই পুজো। আগে পুজোর বাজেট ২০-৩০ লক্ষ থাকলেও অতিমারীতে অনেকটা কাটছাঁট করতে হয়েছে। এখন বাজেট দশ লক্ষের মতো।