মাদককাণ্ডে নাম জড়ানোর পর শাহরুখ খানের সঙ্গে স্পনসরশিপ স্থগিত করল এডুটেক জায়েন্ট বাইজু। জানা গেছে, সোশাল মিডিয়ায় কিং খানকে নিয়ে নেগেটিভ মন্তব্যের পরই তাঁর সব বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে এই সংস্থা।
২০১৭ সাল থেকে বাইজুর ব্র্যান্ড অ্য়াম্বাসাডর শাহরুখ খান। বলিউড বাদশার সঙ্গে বাইজুর বার্ষিক চুক্তি ছিল তিন থেকে চার কোটি টাকা। মাদককাণ্ডে আরিয়ানের নাম প্রকাশ্যে আসার পর বিতর্কে জড়িয়েছেন শাহরুখ। তাই বাইজু নিজেদের বিজ্ঞাপনে শাহরুখকে চাইছে না। তবে বাইজুর ব্র্যান্ড অ্য়াম্বাসাডর হিসেবে এখনই শাহরুখকে সরিয়ে দেওয়া হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
মুম্বইয়ের এক ক্রুজ পার্টি থেকে মাদককাণ্ডে ধরা পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। এনসিবি তদন্ত চালাচ্ছে। আরিয়ানের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে মুম্বইয়ের আদালত।