তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘাতের জেরে ফের সরগরম সংসদের বাদল অধিবেশন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে 'বিহারি গুন্ডা' বলে আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। তথ্য–প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে মহুয়া এই মন্তব্য করেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ৷ তাঁর দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি।
ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সাংসদের করা অবমাননাকর মন্তব্য উত্তর ভারতীয় এবং হিন্দিভাষীদের প্রতি তৃণমূল কংগ্রেসের মনোভাব সামনে এনেছে। 'বিহারি গুন্ডা' বলে শুধু বিহারি নয়, আপামর হিন্দিভাষীদের অবমাননা করা হয়েছে।'
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্দেশে একটি টুইট করেছেন নিশিকান্ত দুবে। তাঁর বক্তব্য, ১৩ বছরের সংসদীয় জীবনে এই প্রথম তাঁকে এতটা 'ঘৃণ্য' শব্দ শুনতে হল। মহুয়া মৈত্র সংসদে একবার নয়, পরপর তিনবার 'বিহারি গুন্ডা' শব্দটি প্রয়োগ করেছেন।
মহুয়ার পাল্টা দাবি, কোরামের অভাবে সংসদীয় কমিটির বৈঠকই হয়নি। কোনও সদস্য উপস্থিতই ছিলেন না। মিথ্যা অভিযোগ করছে বিজেপি।