টানা এক বছরের আন্দোলনের পর এসেছে জয়। সিঙ্ঘু বর্ডারে সেই সাফল্যের উদযাপন শুরু করলেন কৃষকরা (Farm Laws)।
স্লেগান দিয়ে, জিলিপি খাইয়ে শুরু হয়েছে উদযাপন। সেই সঙ্গে ছোট ছোট মিছিল। কৃষকদের দাবি, গত এক বছরের আন্দেলনে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ কৃষক। তাঁদেরও স্মরণ করছেন তাঁরা।
Farm Laws: এখনই প্রত্যাহার নয় আন্দোলন, বার্তা রাকেশ টিকায়েতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) জাতির উদ্দেশে ভাষণে তিনটি কৃষি আইন প্রত্যাহার করার কথা জানিয়েছেন। এরপরেই 'আন্দোলনের জয়' হয়েছে বলে ঘোষণা করেছেন কৃষক নেতারা। তবে সংসদের শীতকালীন অধিবেশনে কৃষি আইন খাতায় কলমে রদ না হওয়া পর্যম্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছেন কৃষকরা। একইসঙ্গে শুরু হয়ে গিয়েছে উদযাপনও।