কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) বিপুল জয়ের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে এলেন পুরসভার বিদায়ী মেয়র এবং প্রশাসক ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার আগে ফিরহাদ জানান, মমতার বাড়িই তাঁর মন্দির। তাই তিনি এখানে এসেছেন। ফিরহাদের কথায়, "উন্নয়নে আস্থা রেখেছেন কলকাতার মানুষ।"
KMC Election 2021: কলকাতায় সবুজ ঝড়, একের পর এক ওয়ার্ডে জয় তৃণমূলের
বিপুল ব্যবধানে জয় পেয়েছেন দেবাশীষ কুমার এবং মালা রায়। দেবাশীষ জানান, তাঁর চ্যালেঞ্জ ছিল বিধানসভা নির্বাচনের ব্যবধান টপকে যাওয়া। তাতে তিনি সফল হয়েছেন।
৮৬ নম্বর ওয়ার্ডে গত পুরভোটে জয়ী হয়েছিল বিজেপি। এবার সেটি ছিনিয়ে নিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু। তাঁর মতে, মানুষ উন্নয়নের স্বপক্ষে ভোট দিয়েছেন।