Fraud Alert: মোবাইলে আর্থিক প্রতারণা বাড়ছে, সতর্কবার্তা কেন্দ্রের

Updated : Sep 24, 2021 19:45
|
Editorji News Desk

গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারের অধীন কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের (CERT) এই সতর্কবার্তা দেয়। মোবাইলে ব্যাঙ্কিং অ্যাপের ব্যবহার যে পরিমাণে বাড়ছে, তাতে এই ধরনের মালওয়্যার স ব তথ্য হাতিয়ে নিতে পারে।

CERT জানিয়েছে, দেশের ২৭টি রাষ্ট্রায়ত্ব সংস্থার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট হ্যাক করতে পারে দ্রিনিক নামে এক মালওয়্যার। সাধারণত অ্য়ানড্রয়েড ফোনে এই সফটওয়ার থাকে না। কিন্তু হ্যাকাররা এই মালওয়্যার গ্রাহকদের ফোনে ইনস্টল করাতে পারলেই হয়ে যায় কেল্লাফতে। বেশ কিছু অভিযোগ থেকে জানা যাচ্ছে, আয়কর দপ্তরের কর্মী সেজে কথা বলছে হ্যাকাররা। সেখানে ক্লিক করলে একই ধরনের একটি সাইট খুলছে। সেখানে ফর্ম ফিল আপ করে নাম, আধার, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্য়াকাউন্ট চাওয়া হচ্ছে। আয়করের টাকা ফেরত পাওয়ার জন্য ব্যাঙ্কের আইএফএফএসি কোড, ডেভিড কার্ডের নম্বর, সিভিভি, পিনও চাওয়া হচ্ছে। তারপরই ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা।

তবে শুধু একরকম ফাঁদ পাতেনি হ্যাকররা। আছে আরও অনেক উপায়। কিছু হ্যাকার ব্যাঙ্ককর্মী সেজে ফোন করে গ্রাহককে কেওয়াইসি আপডেট করার চাপ দিচ্ছে। বলা হচ্ছে, কেওয়াইসি আপডেট না করলে বন্ধ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট খালি করছে প্রতারকরা। কেন্দ্রের পক্ষ থেকে তাই বারবার সতর্ক করা হচ্ছে গ্রাহকদের। জানানো হয়েছে, এই ধরনের কোনও ফাঁদে পা দেবেন না। মোবাইলে কোনও লিঙ্ক ক্লিকের আগে ভালো করে পড়ুন। ব্যাঙ্ক বা আয়কর দপ্তর গ্রাহককে কখনও ফোন করে না। ফোনে অপরিচিত ব্যক্তির কথা শুনে নিজের গোপন নথি দেবেন না। কোনও অ্য়াপও ডডাউনলোড করবেন না। ফোন ব্যাঙ্কিং করার আগে সতর্ক না হলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

Bank fraud

Recommended For You

editorji | ট্রেন্ডিং

Indian Wedding : 'অ্যানিম্যাল' সিনেমার কায়দায় বিয়ে, তুমুল ভাইরাল হলেন বর-বউ

editorji | ট্রেন্ডিং

Rajuda Parota: রাজুদার পকেট পরোটার তরকারি বানাবেন কীভাবে? সিক্রেট রেসিপি ফাঁস

editorji | ট্রেন্ডিং

Brain Eating : ঘুম হয় না ঠিক করে? জানেন আপনার মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে এই কারণে?

editorji | ট্রেন্ডিং

Elephant Memory : স্মৃতি তুমি কার! অতীত কখনও ভোলে না হাতি, নেয় প্রতিশোধও, কেন জানেন?

editorji | ট্রেন্ডিং

No Shave November : ক্যানসার আক্রান্ত পিতার স্মৃতিতে নতুন ট্রেন্ড শুরু করলেন পুত্র-কন্যারা, জানুন ইতিহাস