বাঙালির উৎসবের মরশুম শেষ হয়ে আসছে। চারপাশে বিষণ্ণতা। এর মাঝেই শেষ গানের রেশ নিয়ে চলে এল ছট পুজো। এই পুজো মূলত বিহারিরা শুরু করেছিলেন। ছট মানে ছট মাইয়া, সূর্যের আরেক নাম। সূর্যকেই চার দিন ধরে পুজো করা হয় ছট পুজোয়।
কার্ত্তিক মাসের অমাবস্যার পর চতুর্থীর দিন মহিলারা একবার খেয়ে ১২ ঘণ্টা উপবাসে থাকেন। তারপর খাবার খেয়ে পঞ্চমীতে ২৪ ঘণ্টা উপবাসে থাকেন, তারপর আবার খাবার খেয়ে ৩৬ ঘণ্টা উপোস থেকে জলাশয় অথবা নদীতে গিয়ে আবক্ষ জলে দাঁড়িয়ে সূর্য দেবতার কাছে নিজের মনের বাসনা জানান। ছট পুজোর কোনও মন্ত্র নেই। যার যে ভাষায় সূর্যের কাছে মনবাসনা জানানোর ইচ্ছে, তিনি সে ভাষাতেই বলবেন মনে মনে।
এখন কিন্তু ছট পুজো উদযাপন শুধু বিহারি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা দেশের বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মানুষ এখন এই উৎসবকে আপন করে নিয়েছেন।
এ বছর সূর্যাস্তকালে অর্পনের সময় ১০ নভেম্বর বিকেল সাড়ে ৫ টা। সূর্যোদয়ের কালে পুজোর সময় ১১ নভেম্বর সকাল ৬ টা ৪০ মিনিট।