বায়ু দূষণের (Air Pollution) নেতিবাচক প্রভাবের তালিকা এমনিই বেশ দীর্ঘ। সম্প্রতি, গবেষকরা বললেন, শৈশবে বায়ু দূষণের প্রভাব কিন্তু শৈশবেই থেমে থাকে না। বরং পরবর্তী ৬০ বছর পর্যন্ত মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে তা।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের (Edinburg University) এক গবেষক জানালেন, "এটাই প্রথম গবেষণা, যার ফলাফল বলছে, শৈশবে বায়ু দূষণের প্রভাব, বহু বছর বাদেও মানুষের মস্তিষ্কে থেকে যায়। এমন কী আমাদের চিন্তা ভাবনার প্রক্রিয়াকেও প্রভাবিত করে"।
জার্নাল অফ অ্যালজাইমার্স ডিজিজ এ প্রকাশিত গবেষণাটি ৫০০ জন প্রাপ্তবয়স্কের ওপর সমীক্ষা চালিয়ে করা হয়েছিল।