খারাপ আবহাওয়ার কারণে শতাব্দী এক্সপ্রেসে উত্তরবঙ্গ (North Bengal) পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাতেই পৌঁছে যান তিনি। এবার তিনদিনের উত্তরবঙ্গ সফর করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার করণদিঘিতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
নবান্ন সূত্রে খবর, দুই দিনাজপুর নিয়ে করণদিঘিতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মালদহে যাবেন তিনি। রাতে মালদহেই থাকবেন তিনি। এবার উত্তরবঙ্গ সফরে দুই দিনাজপুর ও মালদহের বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করবেন তিনি।
আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারে না গিয়ে ট্রেন যাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনাজপুর, মালদহের পর মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।