কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) কংগ্রেসের (Congress) এক প্রার্থীকে নগ্ন করে মারধর করার অভিযোগ উঠেছে। এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।
কংগ্রেসের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
কংগ্রেসের পক্ষ থেকে বড়তলা থানায় আগেই এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। অভিযোগে নাম রয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীর।
১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন রবি দাস। তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে কংগ্রেস। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির পোশাক ছিঁড়ে দেওয়া হচ্ছে।