রাস্তায় বেরিয়ে খোল-কর্তাল বাজিয়ে গান গাইছে পুলিশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ভিডিয়ো। ২ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সদ্য উত্তোলিত জাতীয় পতাকার পাশে পুলিশ কর্মীরা সারি বেঁধে দাঁড়িয়ে গান গাইছেন। একজন পুলিশ আধিকারিক বাজাচ্ছেন খোল। তাঁর পাশেই আর এক অফিসারের হাতে করতাল। করতাল রয়েছে আর এক মহিলা পুলিশ আধিকারিকের হাতেও।
খোল করতাল বাজিয়ে এই পুলিশবাহিনী গাইছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দেশাত্মবোধক গান, 'মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি...'। গানটি গাইছেন এক পুলিশ কর্তা। তবে এই পুলিশকর্মীরা কোন থানার তা এখনও জানা যায়নি। উল্লেখ্যা, চীন ভারত যুদ্ধের সময় তৈরি হয়েছিল এই গান।