দুই ফুলের টক্করের মাঝেই ভবানীপুর (Bhawanipur by-election) বিধানসভার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন CPM প্রার্থী শ্রীজীব বিশ্বাস। রবিবারের সকালে মূলত চেতলা এলাকার বিভিন্ন অলিগলি ও বস্তি এলাকায় ঘুরলেন শ্রীজীব। তাঁর সঙ্গে কোনো বড় মুখ না থাকলেও ছিলেন চেতলা-রাসবিহারী এলাকার বামফ্রন্টের কর্মীরা। সিপিএমের পাশাপাশি সিপিআই কর্মীরাও অংশ নেন প্রচারে।
রবিবাসরীয় সকালে বিভিন্ন গলিতে ছোট ছোট পথসভা করে সিপিএম। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন সিপিএমের তরুণ আইনজীবী প্রার্থী। তাঁর কটাক্ষ, কোনো সরকারই সাধারণ মানুষের জন্য সদর্থক ভূমিকা নিচ্ছে না। তাই বিকল্প বামফ্রন্ট।