ত্রিপুরায়(Tripura) আক্রান্ত শাসক দল বিজেপির(BJP) কর্মীরা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া গার্লস হাইস্কুলের সামনে পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির(BJP) কর্মী-সমর্থকরা। আহত তিন বিজেপি(BJP) কর্মীকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে । হামলায় অভিযোগের তীর সিপিআই(এম)(CPIM) আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
অভিযোগ সোমবার রাতে সিপিআই(এম)(CPIM) আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি(BJP) কর্মীদের ওপর হামলা চালায় । এই ঘটনায় আহত হয়েছেন তিন বিজেপি(BJP) কর্মী। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই বিজেপি কর্মীর গালে, কপালে ও মাথার পেছনে প্রায় পঁচিশটি সেলাই পড়েছে।
পুরভোটের(Agartala Municipality Election) মুখে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরে এই হামলার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত শিব রায়বর্মন ও উদ্ধব দত্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।