কলকাতা এবং হাওড়ার পুরভোটে(Corporation Election 2021) সিপিআই(এম)(CPIM) এবার তারুণ্যেই আস্থা রাখতে চলেছে। পুরভোটে সিপিআই(এম)(CPIM) ময়দানে নামাতে পারে তাঁদের 'রেড ভলেন্টিয়ার্স'-এর(Red Volunteers) তরুণ সদস্যদের।
চলতি বছর বিধানসভা নির্বাচনে(General Assembly Election 2021) বিধানসভায় শূন্য হয়ে গেলেও নিরলসভাবে কাজ করে গিয়েছেন 'রেড ভলেন্টিয়ার্স'রা(Red Volunteers)। এবার পুরভোটে তাঁদের মধ্যে থেকেই বেশকিছু সক্রিয় সদস্যকে প্রার্থী করা হতে পারে বলে খবর আলিমুদ্দিন সূত্রে।
কলকাতা জেলায় বর্তমানে প্রায় ১০০০-১২০০ 'রেড ভলেন্টিয়ার্স'(Red Volunteers) কাজ করছেন। কলকাতার পুরভোটে ২০ থেকে ২৫টি ওয়ার্ডে প্রার্থী হতে তাঁদের মধ্য থেকেই বেশ কিছুজনের নাম প্রস্তাব করতে পারে প্রমোদ দাশগুপ্ত ভবন(PDG)। বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়ার পর 'রেড ভলেন্টিয়ার্স'দের কলকাতা পুরভোটে(Kolkata Corporation Election) প্রার্থী করে মানুষের মন যাচাই করে নিতে চাইছে মুজাফফর আহমেদ ভবন।