সিপিএমের (CPM) সর্বোচ্চ নেতৃত্ব থেকে বাদ পড়তে চলেছেন বিমান বসু (Biman Basu), হান্নান মোল্লারা (Hannan Mollah)? অন্তত দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সেই রকমই জানিয়েছেন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)।
কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিএম সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার জন্য দলের নেতাদের সর্বোচ্চ বয়সসীমা ৮০ থেকে কমিয়ে ৭৫ করা হবে৷ একই ভাবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক বডি পলিটব্যুরো থেকে বাদ পড়বেন ৭৫ পেরিয়ে যাওয়া নেতারা। এর ফলে বিমান বসুদেরও বাদ যেতে হবে পলিটব্যুরো থেকে।
এর আগেও একাধিবার কেন্দ্রীয় কমিটির সদস্যদের বয়স বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে সিপিএম। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে প্রকাশ্যেই সিদ্ধান্তের কথা জানালেন সীতারাম।