বাবুল সুপ্রিয় (Babul Supriyo) BJP ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তীব্র কটাক্ষ করল বাম ও কংগ্রেস।
CPM নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, বিজেপি বা তৃণমূলের মতো দলগুলির কোনো নৈতিকতা নেই৷ তাই এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধী বাবুল ভোল বদলে ফেললেন। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এটি ভাল দৃষ্টান্ত নয়। দলবদল নিয়ে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদেরও কটাক্ষ করেছেন সুজন।
Babul Supriyo: 'আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা', বাবুলকে বিঁধল বিজেপি
দলবদল নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেছে কংগ্রেসও। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর মতে, বাবুলের উচিত অবিলম্বে সাংসদ পদ ছাড়া। তৃণমূলেরও তাঁকে সেই কথা বলা উচিত।
অধীর আরো বলেন, মন্ত্রীত্ব হারিয়ে বাবুল বিরক্ত এবং ক্ষুব্ধ ছিলেন। সংসদে তাঁকে দেখে তেমনই মনে হয়েছিল।