কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানাল CPM। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে হেঁটে 'সাফল্যে'র জন্য সংযুক্ত কিষান মোর্চা এবং সবকটি কৃষক সংগঠনকে অভিনন্দন জানিয়েছেন CPM-এর রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্রও (Surya Kanta Mishra)। কৃষকদের অভিনন্দন জানিয়েছে অন্য কমিউনিস্ট পার্টি CPI-ও।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকরা কেন্দ্রীয় সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা দিলেন, তা হল, স্বৈরতন্ত্র চিরস্থায়ী হয় না।
আরও পড়ুন, Mamata Banerjee on Farm Law: কৃষকদের 'বিরাট জয়', অভিনন্দন মমতার, শোক 'শহীদ' কৃষকদের প্রতি
কেন্দ্রীয় সরকারের প্রতিটি চক্রান্ত কৃষকরা প্রতিরোধ করেছেন বলেও দাবি করেছে সিপিএম। বাম দলটির পক্ষ থেকে আন্দোলনে অংশ নিয়ে যে কৃষকরা প্রাণ হারিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানানো হয়েছে।