পুজোর মাত্র চারটে দিনই যা আনন্দ । তারপর তো ফের সেই দৈনন্দিন জীবনের একঘেয়ে কাজকর্মে ফিরে যাওয়া । তা এই কয়েকটা দিন বাঙালি আনন্দ করবে না, তাই কখনও হয় নাকি ? একেই করোনার জন্য দীর্ঘদিন বাড়িতে বসে থাকা । যদিও করোনা আতঙ্ক শেষ হয়নি । কিন্তু, সব ফুৎকারে উড়িয়ে দিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছে সবাই । পঞ্চমী, ষষ্ঠীর মতোই সপ্তমীতেও ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে । উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় একই ছবি ।
তবে জানেন কি কোন পুজো মণ্ডপগুলি বেশি ভিড় হচ্ছে ? কাদের থিম মানুষকে সবথেকে বেশি আকর্ষণ করছে ? এই দৌঁড়ে এগিয়ে আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব । মন্ত্রী সুজিত বসুর পুজো । এবারে তাদের থিম বুর্জ খলিফা । কলকাতায় দুবাইয়ের বুর্জ খলিফা দেখতে সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা । এরপরেই রয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের পুজো এগডালিয়া এভারগ্রিন । এখানে থিম নয়, প্রতিমা ও আলোকসজ্জা দর্শকদের আকর্ষণ করে । তাই প্রত্যেকবারের মতো এবারও দর্শনার্থীদের পছন্দের লিস্টে এগডালিয়া এভারগ্রিন ।
এরপরেই চেতলা অগ্রণী ও সুরুচি সংঘ । প্রায় পাশাপাশি দুটো পুজো । প্রতি বছরই তাদের থিমে অভিনবত্ব থাকে । নিউ আলিপুরের সুরুচি সংঘ যাওয়া মানেই, একই সঙ্গে চেতলা অগ্রণীতে ঢোকা মাস্ট । মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর এবারের থিম অনুসরণ । অন্যদিকে, সুরুচি সংঘের থিম আবদার । নাকতলা উদয়ন সংঘের কথা ভুললে চলবে না । শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ার পুজো । তাদের এবারের থিম চালচিত্র ।
এইসব অভিনব থিম দেখতেই মানুষ করোনার আতঙ্ক ভুলে ছুটে যাচ্ছে মণ্ডপে । তাই সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় । রাত যত বাড়বে, ভিড় তত বাড়ছে । বছরে একবারই তো এই আনন্দ আসে । তাই করোনা আতঙ্ক ভুলে মন ভরে আনন্দের আস্বাদ নিচ্ছে বাঙালি ।