অতিভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত গোটা দেশ। নতুন করে ধস দার্জিলিংয়ে। এরই মধ্যে ফুঁসছে পাহাড়ি নদী তিস্তা। বাঁধ ভেঙে বন্যার কবলে জলপাইগুড়ির বহু মানুষ। প্রশাসনিক কর্তাদের সহায়তায় ত্রানশিবিরে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
দার্জিলিং জেলার ধোতরে, মানেভঞ্জন, রিমবিক, গোক, বিজনবাড়ি, অনেক এলাকা থেকেই ধসের খবর এসেছে। বাঁধ ভেঙে তিস্তার জলে ডুবেছে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। সারদাপল্লী, মৌয়ামারি, সুকান্তনগর, চাপাডাঙার বিভিন্ন এলাকার বাসিন্দাদের উদ্ধার করে ত্রানশিবিরে আনা হয়েছে। নদীবাঁধ ভেঙে ময়নাগুড়ির কিছু গ্রামও প্লাবিত হয়েছে।
এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের সব জেলায় বন্যা পরিস্থিতিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।