"আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ
আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ"
কবির সুমন চেয়েছিলেন, বাস্তবে না হলেও এমনটা হল সিনেমায়, আর তা নিয়েই বিতর্কে জড়াল ডিসি কমিকসের নয়া অ্যানিমেশন ছবি ‘ইনজাস্টিস’। ছবিতে কাশ্মীরকে বিতর্কিত স্থান হিসাবে দেখানো হয়েছে। এখানেই বিতর্কের শেষ নয়, দেখানো হয়েছে কমিকস সুপারহিরো চরিত্র সুপারম্যান ওয়ান্ডার উওম্যানকে সঙ্গে নিয়ে কাশ্মীদের ভারতীয় সেনার সব অস্ত্র ভাঙছেন। সব অস্ত্র মুক্ত হিসেবে ঘোষণা করা হল ভূ-স্বর্গকে।
এরপরই ডিসি কমিকসকে বয়কট করার ডাক দিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় টুইটার ইউজার। অনেকেরই দাবি, বিতর্কিত দৃশ্য বাদ দিতে হবে ডিসি কমিকসকে।”