টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষকে (Arunima Ghosh) খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজারের (Lalbazar) তরফে অভিনেত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অভিযোগ, অভিনেত্রী অরুণিমা ঘোষকে বেশ কয়েকদিন ধরে এক যুবক উত্যক্ত করছিল। আরও অভিযোগ, সেই যুবক নানারকম অশ্লীল কথাবার্তা থেকে শুরু করে খুনের হুমকি পর্যন্ত দিচ্ছিল। অভিনেত্রী কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে। অভিনেত্রীর বাড়ির সামনে থেকে রবিবার রাতে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মুকেশ সাউ নামের ধৃত যুবক গড়ফা এলাকার বাসিন্দা। এই যুবক কী করে, অরুণিমার ফোন নম্বর সে পেল কোথা থেকে, বাড়ি কীভাবে চিনল, বিশদে খতিয়ে দেখছে পুলিশ।