আদালতের ভিতরেই দুষ্কৃতীর গুলি। মৃত গ্যাংস্টার (Gangster) সহ তিন জন। শুক্রবার দিল্লির রোহিনী আদালতে (Rohini Court) মামলার শুনানি চলার সময় ঘটনাটি ঘটে। পুলিশও পালটা গুলি চালিয়েছে।
শুক্রবার রোহিনী আদালতে তোলা হয় কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে (Jitendra Gogi)। হরিয়ানা ও পানিপথ এলাকায় কার্যকলাপ চালাত সে। তার বিরুদ্ধে ২৪টি খুনের মামলা আছে। এজলাসে তুলতেই গুলি চালায় দুষ্কৃতীরা। সেখানেই মারা যায় গোগি। পুলিশ সূত্রে খবর, আইনজীবীর পোশাক পরে আদালতে প্রবেশ করে দুষ্কৃতীর দল। তাই পুলিশ সনাক্ত করতে পারেনি। দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্তানা (Rakesh Astana) বলেন, "গোগির প্রতিপক্ষ টিল্লুর গ্যাংই এই হামলা চালিয়েছে।"
জিতেন্দ্র গোগির নিরাপত্তায় ছিলেন দিল্লি পুলিশের দুই কর্মী। আততায়ীর গুলিতে ঘটনায় তাদের মৃত্যু হয়।