কোনও রকম আলোচনা না করে, শুধুমাত্র সংখ্যার জোরে নরেন্দ্র মোদী সরকার সংসদে একের পর এক বিল পাশ করিয়ে নিচ্ছে। এই অভিযোগেই সরব হয়েছেন বিরোধীরা।
বাদল অধিবেশন চলাকালীন ফের তা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ডেরেকের অভিযোগ, প্রত্যেক বিল পিছু গড়ে ৭ মিনিট সময় খরচ করছে কেন্দ্রীয় সরকার। এনিয়ে ডেরেকের কটাক্ষ, ‘দেশের সংসদে আইন পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানো হচ্ছে!
’ডেরেকের দাবি, অধিবেশন শুরুর প্রথম ১০ দিনেই ১২টি বিল পাশ করিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।
ডেরেকের অভিযোগ, প্রত্যেক বিল পিছু গড়ে ৭ মিনিট সময় খরচ করেছেন তাঁরা। বাদল অধিবেশনে সংসদে পাশ হওয়া আইনের একটি তালিকাও তুলে ধরেছেন ডেরেক। তাতে দেখা গিয়েছে, মাত্র ১ মিনিটের মধ্যে নারকেল চাষ সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। সর্বোচ্চ ১৪ মিনিট সময় খরচ হয়েছে বিমানবন্দর অর্থ নিয়ন্ত্রণ বিলের পিছনে।