স্বজন পোষণের প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটের জবাব দিলেন রাজ্যপাল।
তৃণমূল সাংসদকে উদ্দেশ্য করে জগদীপ ধনকড়ের পাল্টা ট্যুইট, 'ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগ করার কথা বলা হচ্ছে, যা তথ্যগতভাবে ভুল। এদের মধ্যে ৩টি রাজ্য থেকে আসা চারজন ভিন্ন জাতের। এঁরা কেউই আমার নিকট আত্মীয় নন, আমার রাজ্যেরও নন। উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এসব অভিযোগ তোলা হচ্ছে।'
রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, নিজের ৬ জন আত্মীয়কে ওএসডি পদে নিয়োগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৬ জনের তালিকা প্রকাশ করে ট্যুইট করেন মহুয়া মৈত্র।