আজ বিশিষ্ট কবি,নাট্যকার,সঙ্গীতস্রষ্টা দ্বিজেন্দ্র লাল রায়ের ১৫৯ তম জন্মদিবস। পরাধীন ভারতবর্ষের শৃঙ্খলমোচনে গানে,কবিতায় মানুষকে সাহস জুগিয়েছেন এই মহান স্রষ্টা।
তাঁর দেশাত্মবোধক গানের মধ্যে অন্যতম হল ‘ধনধান্যে পুষ্পে ভরা’। তিনি ডিএল রায় নামে বেশি পরিচিত। পাঁচ শতাধিক গান লিখেছেন যা দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত।
দ্বিজেন্দ্রলাল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে ১৮৬৩ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান এবং বিশিষ্ট খেয়াল গায়ক ও সাহিত্যিক। তার বাড়িতে বহু গুণীজনের সমাবেশ হতো।
নাট্যকার ও সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্র লাল রায়ের ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় জীবনাবসান হয়। মহানস্রষ্টার জন্মদিনে আমাদের শতকোটি প্রনাম