গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর কলকাতা সফরকে কটাক্ষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, গোয়ায় তৃণমূলের কোনো লোক নেই। তাই কলকাতায় এসে ছবি তুলছে।
West Bengal Election: ভোটের পাশাপাশি খরচেও বিজেপিকে টেক্কা তৃণমূলের
দিলীপ বলেন, "এখানে মিটিং করে কি লাভ গোয়াতে করুন, গোয়াতে লোক কোথায় ? এখানে এসে মিটিং করে চা খেয়ে গল্প করে ফটো তুলে কি হবে অনেক বার অনেক লোক এসেছে গত লোকসভার আজও অনেক লোক এসেছিল কি লাভ হয়েছে তাতে ? যেখানকার পার্টি করার কথা ওখানে তো ঝাট দেওয়ার লোক নেই অফিস খোলার লোক নেই ওখানে অফিস নেই।"
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে সামনে রেখেই গোয়ায় লড়বে তৃণমূল।