'আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!' শনিবার সকালে বিজেপি নেতা তথাগত রায়ের (Tathagata Roy) এই একটা টুইটেই (Tweet) রাজ্য-রাজনীতি সরগরম! তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়েও।
এই টুইটের 'আঁচ' থেকে অন্তত প্রকাশ্যে নিজেদের দূরে সরিয়ে রাখছেন না অন্যান্য দলের নেতৃত্ব। পিছিয়ে নেই বিজেপি নেতারাও (BJP leaders)।
তথাগতকে তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "উনি দলে থাকতেও পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই।" তারপর তিনি বলেন, "উনি কী করবেন, তা ওঁর সিদ্ধান্ত। ওঁকে নিয়ে ভাবার সময় নেই। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।"
তাঁর আরও সংযোজন, "উনি যখন পার্টি করতেন, তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। এর পর আমি যখন দায়িত্বে আসি, তখন উনি রাজ্যপাল। ফলে ওঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর এখন উনি কী করছেন, সবাই দেখতে পাচ্ছেন। উনি থেকেই বা কী লাভ হচ্ছে।"
প্রসঙ্গত, তথাগত-র জল্পনাময় টুইটের পর 'পাগলা দাশু'-র সংলাপ উদ্ধৃত করে কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।