বুধবার অভিনেতা দিলীপ কুমারের প্রয়ানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুধু তাঁরই আলোচনা। মুঠোফোনে ফোনে ছড়িয়ে পড়ছে কতো পুরনো ছবি, গান। এ'সবের মধ্যে ভাইরাল হয়েছে দিলীপ কুমারের একটি কার্টুন স্কেচ। সেই স্কেচ কার আঁকা? না, বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের।
বহুমুখী প্রতিভার অধিকারী সত্যজিৎ যে দারুণ কার্টুন আঁকতেন, তা অনেকেরই অজানা নয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল হয়ে যায় অস্কারজয়ী পরিচালকের হাতে আঁকা দিলীপ কুমারের কার্টুন।
বিশ্ববরেণ্য এই চলচ্চিত্র পরিচালকও নাকি মুগ্ধ ছিলেন সদ্য প্রয়াত ইউসুফ খানের অভিনয়ে। বলতেন, মেথড অ্যাক্টিং-এর শেষ কথা দিলীপ কুমার।