কোচবিহারের দিনহাটা জুড়ে সকাল থেকেই তৃনমূল কর্মী-সমর্থকদের উল্লাসের ছবি নজরে এসেছে। বেলা যত গড়িয়েছে, ততই সেই ছবি আরও স্পষ্ট হয়েছে।
কর্মীসমর্থকরা যখন উল্লাসে মত্ত, তখন একেবারে ভিন্ন ভূমিকায় দেখা গেল তৃণমূল প্রার্থী তথা ভোটযুদ্ধে দিনহাটার সেনাপতি উদয়ন গুহকে। হাসি চওড়া হলেও এখনও কাজ শেষ হয়নি যে। তাই ঠান্ডা মাথায় মিলিয়ে চলেছেন একের পর এক বুথের হিসেব। কোথায় কত লিড হচ্ছে সমস্ত খবরাখবর নিচ্ছেন কর্মী-সমর্থকদের থেকে।
West Bengal By-election Result: চার কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ আজ, কোন কেন্দ্রে কত রাউন্ড গণনা?
২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। কিন্তু সাংসদ পদ ধরে রাখতে তিনি শেষপর্যন্ত বিধায়ক পদে ইস্তফা দেন।