এক বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল ছবিটি । কিন্তু করোনার কারণে মুক্তির দিন আটকে ছিল । অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে । আগামী বছরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাজর্ষী দে(Rajorshi Dey)-র 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abar Kanchanjangha)। ২০২২-এর ১১ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি ।
সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত 'কাঞ্চনজঙ্ঘা'(Kanchanjangha), বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম মাইলস্টোন । 'কাঞ্চনজঙ্ঘা' দেখেননি, এরকম সিনেমা-প্রেমী বাঙালি খুব কমই আছেন । মূলত, কিংবদন্তী পরিচালককে শ্রদ্ধা জানাতেই 'আবার কাঞ্চনজঙ্ঘা' তৈরি করেছেন রাজর্ষি দে । তবে এটি সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা'-র রিমেক বা সিক্যুয়াল নয় । সম্পূর্ণ একটি মৌলিক গল্প নিয়ে তৈরি হয়েছে এর চিত্রনাট্য ।
আরও পড়ুন, Nusrat Jahan : 'ড্যাডি' ও 'মাসি'-র নাচ দেখে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে ছোট্ট ঈশান !
ছবিতে অভিনয় করছেন একঝাঁক তারকা । অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, তনুশ্রী, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, দেবশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে ।