আলোর উৎসব দীপাবলির প্রাক্কালে বুধবার সন্ধ্যায় ৯ লক্ষ প্রদীপে সেজে উঠল অযোধ্যা। আলোর মালায় সুসজ্জিত মন্দির নগরীর ২৮টি ঘাটে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছে উত্তর প্রদেশ সরকার। ৬ লক্ষ প্রদীপের পুরনো সব রেকর্ড ভেঙে ৯ লক্ষ প্রদীপে অযোধ্যাকে সাজিয়ে তুলে গিনেস বুকে নাম তুলল যোগী আদিত্যনাথের প্রশাসন। সরযূ নদির তীরে ৫ বছর ধরে দীপাবলিতে প্রদীপের এই বিপুল আয়োজন করে আসছে যোগী সরকার।
গত বছর রাম জন্মভূমি-বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে আদালত। ঐতিহাসিক সেই রায়ের পর অযোধ্যায় এটি দ্বিতীয় দীপাবলি।