দুর্গা পুজো, লক্ষ্মী পুজো পেরিয়ে আমরা এসে গেছি আলোর উৎসব দীপাবলির দোরগোড়ায়। আর উৎসব মানেই উদযাপন। সাজগোজ, খাওয়াদাওয়া আড্ডা গান এসব নিয়েই তো উদযাপন।
দীপাবলিতে নিজেকে কীভাবে সাজিয়ে তুলবেন।, ভাবছেন? অষ্টমী, নবমী আর লক্ষ্মী পুজোয় শাড়ি পরা হয়ে গেছে, ষষ্ঠী সপ্তমী কুর্তি, সালোয়ার। দীপাবলির জন্য তাহলে ল্যাহেঙ্গা পরলে কেমন হয়? শুনেই ভাবছেন, অত ভারী পোশাক সামলাতেই পারবেন না। আহা, ল্যাহেঙ্গা মানেই ভারী? কে বলেছে? উজ্জ্বল রঙ এর শিফন অথবা সুতির ল্যাহেঙ্গাই পরুন না, উৎসবের মেজাজটাও থাকবে, আর আপনার চলাফেরার ঝামেলাও থাকবে না
রং বেরঙের পোশাক সুন্দর, তাই বলে সাদাকে কিছু কম ভাববেন না। সাদা শাড়ি থেকে, ল্যাহেঙ্গা, সালোয়ার স্যুট, এখন উৎসবের দিনে পরে তাক লাগিয়ে দিচ্ছেন বলিউড ডিভারাও।
ব্লাউজ, টপ, কুর্তার ক্ষেত্রে এখন ওয়ান শোল্ডারটাই ফ্যাশন। এথনিক ওয়্যারের সঙ্গে কোল্ড বা অফ শোল্ডার পরলে বেশ ফিউশন লুক আসে।
পার্টি ওয়ারে এখন শারারার চল খুব। শারারা স্যুটের ওপর একটা ট্রেন্ডি জ্যাকেট চাপিয়ে নিলে, উফফ, কোনো কথা হবে না।