আজ ডোনা গাঙ্গুলির(DONA GANGULY) জন্মদিন। সৌরভ পত্নীর জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার বন্যা।
বাংলার দাদা সৌরভ গাঙ্গুলির স্ত্রী ছাড়াও আরও একটি বিশেষ পরিচয় রয়েছে ডোনা গাঙ্গুলির(DONA GANGULY) ।
সেই পরিচয়েই বাংলায় আজ সকলের কাছেই অত্যন্ত জনপ্রিয় ডোনা। ওড়িশি নৃত্যে বিশেষ পারদর্শীতা রয়েছে সৌরভ জায়ার। দেশ বিদেশে বহু অনুষ্ঠান করে ইতিমধ্যেই সেই দক্ষতার পরিচয় রেখেছেন সৌরভ জায়া(DONA GANGULY) ।
৭৬ সালে জন্ম। এবার পয়তাল্লিশে পা রাখলেন বাংলার এই জনপ্রিয় নর্তকী। ডোনা গাঙ্গুলির জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা