মাত্র ১০ মিনিটের ব্যবধানে এক গৃহবধূকে করোনা টিকার ডবল ডোজ দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালে! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ার পখন্না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরিবারের দাবি, গতকাল ৯ মাসের সন্তানকে নিয়ে বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরের ওই স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে যান ওই গৃহবধূ। প্রথম টিকা নেওয়ার ১০ মিনিটের মধ্যেই তাঁকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী। পরিবারের দাবি, বিষয়টি জানাজানি হওয়ায়, ভ্যাকসিন গ্রহীতাকে একঘণ্টা হাসপাতালে বসিয়ে রাখা হয়। শনিবার ভোরে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই গৃহবধূর অবস্থা এখন স্থিতিশীল। যদিও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তায় রয়েছে পরিবার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কী করে ভুল হল তা তদন্ত করে দেখা হচ্ছে, বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে।
বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা ওই মহিলার নাম মন্দিরা পাল। তিনি জানিয়েছেন, প্রথম ডোজ দেওয়ার পর ওষুধ নেওয়ার জন্য বসে ছিলেন। কিন্তু ওষুধ না দিয়ে আরও একটা ডোজ দিয়ে দেওয়া হয়। এই ঘটনা সামনে আসার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আক্রমণ করেছেন রাজ্য সরকারকে।