শুক্রবার সকালে এনসিবি -র দফতরে হাজিরা দিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মুম্বই ক্রুজ কাণ্ডে জামিনের সময় আরিয়ান খানকে শর্ত দেওয়া হয়েছিল প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টোর মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে এনসিবি র দফতরে।
স্কুল পাশ করার থেকে জামিন পাওয়া সময়সাপেক্ষ, আরিয়ান মামলায় এনসিবিকে তোপ টুইঙ্কেলের
ড্রাগ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর টানা ২২ দিন জেলে থাকার পর ৩০ অক্টোবর জামিন পেয়ে মন্নত যান আরিয়ান। বম্বে হাইকোর্টের পাঁচ পাতার জামিনের নির্দেশে ১৪ টি শর্তের উল্লেখ ছিল। শর্ত মাফিক আরিয়ানকে এনসিবি -র কাছে জমা রাখতে হয়েছে পাসপোর্ট, অনুমতি ছাড়া মুম্বইও ছাড়তে পারবেন না আরিয়ান।