লকডাউনে শহরে বেড়েছে দুই চাকার যানের ব্যবহার। বেড়েছে সাইকেল, স্কুটি এবং মোটরবাইকের চাহিদা। একই ভাবে বাজারে নতুন করে জায়গা করে নিচ্ছে ই-সাইকেলও।
এই ব্যাটারি চালিত সাইকেল এক বার চার্জ দিলে বিনা প্যাডেলিংয়ে যাবে প্রায় ৩০ কিলোমিটার। ই-সাইকেল সাশ্রয়ীও বটে। লকডাউনে গণপরিবহণ এড়াতে অনেকেই তাই ঝুঁকছেন ই-সাইকেলে৷
অনেকেই সাইকেলে প্যাডেল করার ধকল নিতে পারেন না। তাই তাঁদের জন্য এই বৈদ্যুতিন সাইকেল আদর্শ বলে দাবি করছেন বিক্রেতারা। চিকিৎসকরা বার বার বলছেন যে, সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই গণপরিবহণ এড়িয়ে যেতে চাইছেন অনেকেই।
ইলেকট্রিক সাইকেলে চেপে অফিসে বা নিজের গন্তব্যে পৌঁছতে এখন অনেকেই কিনে ফেলছেন এই ই-সাইকেল। বিক্রেতারা জানিয়েছেন, শুধু কমবয়সিরাই নয় প্রবীণরাও এই ই-সাইকেল কিনছেন।