দেশজুড়ে ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা পরিস্থিতি। পশ্চিমবঙ্গেও প্রতিদিন বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। এই অবস্থায় বাকি তিন দফা ভোট একদিনে করার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এমন কোনও সম্ভাবনা নেই। পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, একদিনে নির্বাচন করতে প্রয়োজন আরও ১৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যা পাওয়া কার্যত অসম্ভব। আজ, শুক্রবার এই নিয়ে সর্বদল বৈঠক করবে কমিশন।