সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর মহাজাতি সদনের সামনে নিষিদ্ধ শব্দবাজি ফেটেছে বলে জানাল নির্বাচন কমিশন। মহাজাতি সদনের সামনে 'বোমাবাজি'-র ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, 'বোমা নয়, দুটি নিষিদ্ধ শব্দবাজি ফেটেছে। দুটি বড় ধরনের চকোলেট বোমা ফেটেছে'। বৃহস্পতিবার সকাল পৌনে আটটা নাগাদ গাড়ি করে এসে ওই এলাকায় দুটি বোমা ছোড়া হয়। তৃণমূলের অভিযোগ, সংখ্যালঘু এলাকায় আতঙ্ক তৈরি করতেই বোমা ছোড়ে বিজেপি। কিন্তু বোমা নয়, ওই দুটি আসলে চকোলেট বোম। এমনটাই জানাল কমিশন।