বাংলা-সহ কয়েকটি রাজ্যের উপনির্বাচন (West Bengal By-Election) নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দিল্লির নির্বাচন কমিশনে। অতিমারী এবং বন্যা পরিস্থিতিতে উপনির্বাচন করতে কী কী সতর্কতা অবলম্বন করা হবে, সেই নিয়ে আলোচনা করতে শুক্রবারই বৈঠকে বসার সম্ভাবনা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে।
উপনির্বাচন নিয়ে গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছিল কমিশন। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত জানিয়েছে। গতকাল বাংলা, অসম, তামিলনাড়ু-সহ কয়েকটি রাজ্যের মোট ১৭টি আসনের উপনির্বাচন নিয়ে রাজ্যের আধিকারিক এবং রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক ছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনএর। সূত্রের খবর, উপনির্বাচন নিয়ে একেক রাজ্য একেক রকম মতামত দিয়েছে। জানিয়েছে, এরাজ্যে এখনই ভোট করালে ভাল হয়, সেখানে অসম সরকার জানিয়েছে, তাদের রাজ্যে এখন বন্যা পরিস্থিতি চলছে। তামিলনাড়ু জানিয়েছে সেরাজ্যে এখন উৎসবের মরশুম।