চুক্তি বিবাদের জেরে এবার আমাজন ইন্ডিয়ার(Amazon India) প্রধান অমিত আগরওয়াল সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন আধিকারিক এবং ফিউচার গ্রুপের(Future Group) কর্মকর্তাদের নামে সমন জারি করেছে ইডি।
২০১৯ সালে অ্যামাজন(Amazon) যখন ফিউচার(Future Group) কুপনে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল, তখন বিদেশী বিনিয়োগ আইনের কোনও লঙ্ঘন ঘটেছিল কিনা তা ইডি তদন্ত করে দেখছে।
আমাজনের(Amazon) এক মুখপাত্র বলেন, “আমরা ফিউচার গ্রুপের(Future Group) সাথে সম্পর্কিত ইডির(Enforcement Directorate) এক সমনের মধ্যে আছি। যেহেতু আমরা সবেমাত্র সমনটি পেয়েছি, আমরা এটি পরীক্ষা করে দেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিক্রিয়া দেবো।”
আরও পড়ুন- Petrol price: টানা ২৫ দিন অপরিবর্তিত রইল পেট্রোলের দাম
ফিউচার গ্রুপের(Future Group) অন্তত দু’জন সিনিয়র এক্সিকিউটিভকে(Senior Executive) ৬ ডিসেম্বরের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED) সামনে হাজিরা দিতে ডাকা হয়েছে। একটি সূত্র বিষয়টি সম্পর্কে রয়টার্সকে জানিয়েছে, গোটা ঘটনাটি প্রকাশ্যে না আসা অবধি প্রত্যেকেই নাম প্রকাশে অনিচ্ছুক।