আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন (Bhawanipur Bypolls) -সহ জঙ্গিপুর ও সমশেরগঞ্জে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে তিন কেন্দ্রের প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।
সামনের সপ্তাহের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রে খবর, ভোট উপলক্ষে প্রতি বিধানসভা কেন্দ্র পিছু ৮ থেকে ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার কথা ভাবা হচ্ছে।
প্রতি বিধানসভায় দুজন করে পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামসেরগঞ্জে ১৮ কোম্পানি ,জঙ্গিপুরে ১৯ কোম্পানি ও ভবানীপুরে ১৫ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।