শিয়রে ভবানীপুর বিধানসভা উপনির্বাচন (Bhawanipur By-Poll)। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। বৃষ্টিতে বাড়ি থেকে না বেরোতে পারলে, ভোটারদের সাহায্য করা হবে। বুধবার কমিশনের পোর্টালে একথা জানানো হয়েছে।
ভবানীপুর কেন্দ্রের একাধিক ওয়ার্ড জলমগ্ন। বৃহস্পতিবার ভোটাররা জল ভেঙে ভোট দিতে যাবেন কীভাবে! বুধবার সকালে পাম্প চালিয়ে অনেক জায়গায় জল বের করা হয়েছে। এবার সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে এগিয়ে এল কমিশনও। প্রাকৃতিক দুর্যোগে ভোটারদের বাড়ি থেকে বুথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কমিশন।
মঙ্গলবার সন্ধে থেকে নিম্নচাপের জেরে কলকাতার ভারী বৃষ্টি চলছে। বুধবারও বৃষ্টিতে জলমগ্ন কলকাতার অনেক এলাকা। ভবানীপুর কেন্দ্রের অনেকাংশে যুদ্ধকালীন তৎপরতায় জল বের করার কাজ চলছে।