রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রাজ্যকে চিঠি দিল নির্বাচন কমিশন। এর আগেও ভোট পরবর্তী হিংসায় রাজ্যে তাঁদের কর্মীরা মারা গেছেন বলে দাবি করে এসেছে বিজেপি। ভবানীপুর উপনির্বাচনের আগেও হাজরা মোড়ে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে এসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
গত বৃহস্পতিবার ভবানীপুরে ভোটের শুরু থেকেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। সকাল থেকে বুথে বুথে ঘুরতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। ১২৬ নম্বরে বুথে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
যদিও উপনির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে মানুষের রায় ঠিক কোনদিকে গেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ে উচ্ছ্বসিত ফিরহাদ হাকিম বলেন লড়াইয়ে না পেরে বাংলাকে বদনামের চেষ্টা করছে বিজেপি।