কিছু জিনিস আছে, যা দেখলেই মন ভাল হয়ে যায়। এই ছবিটা তেমনই একটি মন ভাল করা ছবি। ছোট্ট এক হস্তি শাবক মাটির একটি চৌবাচ্চায় দেখুন কী আনন্দে স্নান করছে। শেলড্রিক ওয়াইল্ডলাইফ শেয়ার করা এই ছবি নিমেষে ভাইরাল হয়েছে ও নেটিজেনদের মন জয় করছে। হস্তিশাবকের নামটিও বড় মিষ্টি ওলেরিয়ান। নাম যেমন মিষ্টি তেমনই মিষ্টি এই স্নানের দৃশ্য।কেনিয়ার ওয়াইল্ড লাইফের ছবি পোস্ট হওয়ার পরেই প্রায় ৮৫হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। এবং ১৬০০ লাইক পড়েছে।